আসসালামুয়ালাইকুম!💚 আশা করি সবাই ভালো আছেন!💟 আমাদের সাইটের সাথে থাকলে অবশ্যই ভালো থাকবেন!🥰 তো আজকেও আমি নিয়ে আসলাম নতুন একটি পোস্ট! ✍আশা করি পোস্ট টি আপনাদের ভালো লাগবে।💥
আজকে কথা বলবো, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০২০-২০২১ নিয়ে।
এবার ১৯ টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পরীক্ষায়
অংশ নিবে।
নিচে কোন বিষয়ে কত নাম্বারের পরীক্ষা হবে তা দেওয়া হলো।💗
বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য পদার্থ বিজ্ঞান বিষয়ে ২০ নম্বর, রসায়নে ২০, জীববিজ্ঞান-গণিত এবং আইসিটি মিলে ৪০ নম্বরের প্রশ্ন থাকবে। জীববিজ্ঞান, আইসিটি ও গণিতের মধ্যে যে কোনো দুইটি বিষয়ের উত্তর দিতে হবে। আর বাংলা ও ইংরেজি বিষয়ে ১০ নম্বর করে মোট ২০ নম্বরের প্রশ্ন থাকবে।
বাণিজ্য বিভাগের জন্য অ্যাকাউন্টিংয়ে ২৫ নম্বর, বিজনেস অর্গানাইজেসন ও ম্যানেজমেন্টে ২৫, আইসিটিতে ২৫,
বাংলায় ১৩ এবং ইংরেজি বিষয়ে ১২ নম্বরের প্রশ্ন থাকবে।
আর মানিবক বিভাগে বাংলায় ৪০, ইংরেজিতে ৩৫ এবং আইসিটি বিষয়ে ২৫ নম্বরের প্রশ্ন থাকবে।
তো এই ছিল আমাদের আজকের পোস্ট! 💫আজকের পোস্ট টি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন নাহ!💚 আমাদের সাইট বা পোস্ট নিয়ে কোনো সাজেশন বা রিপোর্ট থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন💥। নতুন পোস্ট আসা পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ!💟
Thanks For Sharing!
ReplyDeletePost a Comment
Make A Response.